When we provide git push command and it gives an error fatal: unable to access?

 


আপনি  যদি  কোনো  একটা  রিপোজিটরি  ক্লোন  করে  নেন  তাহলে  ক্লোন  রিপো  এর  সাথে  সাথে   ঐ  রিপোজিটরির  অরিজিন  ও  চলে  আসে  এইজন্য  যখন  ক্লোন  করার  পর  সরাসরি  নিজের  রিপো  তে  পুশ  করতে গেলে এই  unable to  access এই  এরর  টা  দেয়  এই  সমস্যা  থেকে  সমাধান  করতে  নিচের  দুইটা  স্টেপ  ফলো  করুন 

  1. rm -rf .git <= টার্মিনালে এই কমান্ড টি দিলে .git ফোল্ডার টি রিমুভ হয়ে যাবে।

এর পর থেকে গিটহাবের কমান্ড গুলো আবার প্রথম থেকে দেওয়া যাবে। 

Or

  1. This pc ওপেন করে প্রজেক্টের ফোল্ডারে গিয়ে .git ফোল্ডার টি ডিলিট করে দিলে ও হবে। তবে এক্ষেত্রে যদি ফাইল টি হিডেন করা থাকে তখন দেখা যাবে না। তাহলে উপর থেকে view অপশন এ যেতে হবে। তারপর current view কমান্ড গ্রুপ থেকে Hidden Items এ চেক করে দিতে হবে। এতে .git আনহিডেন হয়ে দেখা যাবে। 

এরপর  আবার  নতুন  করে  একদম  শুরু  ঠিক   অর্থ্যাৎ  git init  থেকে  সব  গুলা   কমান্ড  দিন  তাহলে   আপনার  রিপোজিটরিতে  কোড  পুশ  হয়ে  যাবে


Comments

Post a Comment