আপনি যদি কোনো একটা রিপোজিটরি ক্লোন করে নেন তাহলে ক্লোন রিপো এর সাথে সাথে ঐ রিপোজিটরির অরিজিন ও চলে আসে এইজন্য যখন ক্লোন করার পর সরাসরি নিজের রিপো তে পুশ করতে গেলে এই unable to access এই এরর টা দেয় এই সমস্যা থেকে সমাধান করতে নিচের দুইটা স্টেপ ফলো করুন
rm -rf .git <= টার্মিনালে এই কমান্ড টি দিলে .git ফোল্ডার টি রিমুভ হয়ে যাবে।
এর পর থেকে গিটহাবের কমান্ড গুলো আবার প্রথম থেকে দেওয়া যাবে।
Or
This pc ওপেন করে প্রজেক্টের ফোল্ডারে গিয়ে .git ফোল্ডার টি ডিলিট করে দিলে ও হবে। তবে এক্ষেত্রে যদি ফাইল টি হিডেন করা থাকে তখন দেখা যাবে না। তাহলে উপর থেকে view অপশন এ যেতে হবে। তারপর current view কমান্ড গ্রুপ থেকে Hidden Items এ চেক করে দিতে হবে। এতে .git আনহিডেন হয়ে দেখা যাবে।
এরপর আবার নতুন করে একদম শুরু ঠিক অর্থ্যাৎ git init থেকে সব গুলা কমান্ড দিন তাহলে আপনার রিপোজিটরিতে কোড পুশ হয়ে যাবে
Thanks
ReplyDelete