সমাধানঃ
আপনার গিটহাব রিপোজিটরিতে যাবেন এবং সেখানে যদি আপনার html ফাইল এর নাম উপরের ছবিতে মার্ক করা ফাইল এর নামের মত সেম হয় তাহলে লাইভ লিংক এর শেষে সেই ফাইল এর নাম /index.html দিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে। নিচের ছবিতে সেটা দেখানো হলো
রিপোসিটোরিতে যদি index.html ফাইল নামে কোন ফাইল না থাকে, অন্য কোন নামে থাকে তাহলে ইউআরএল এর শেষে “/” দিয়ে সেই ফাইল এর নাম দিতে হবে।
উপরের ছবিতে মার্ক করা ছবির মতো index.html ফাইল নেম এর পরিবর্তে অন্য কোন নাম যদি দেওয়া থাকে সেটা যে কোন নাম হতে পারে তাহলে সেই নামটা ইউআরএল এর শেষে “/” এর পর দিতে হবে। নিচের ছবিতে সেটা দেখানো হল
I was faced this problem.Now Solved.Thank you bro.
ReplyDeleteAlamin shikdar.
THANKS, BRO!
ReplyDelete