আমরা যারা Windows অপারেটিং সিস্টেম ব্যবহার করি তারা মোটামোটি সবাই Command Line Tools বা cmd এর সাথে পরিচিত। যদিও সাধারন ব্যবহারের ক্ষেত্রে আমরা এটা তেমন ব্যবহার করিনা, তবে এই টুল টা কিন্তু অনেক ইউজফুল এবং পাওয়ারফুল। শুধুমাত্র এই cmd ব্যবহার করে পুরো অপারেটিং সিস্টেম টা অপারেট করা সম্ভব, তাই এই টুল টির ব্যবহার শেখা গুরুত্বপুর্ন। ডেভেলপারদের জন্য cmd এর ব্যবহার জানা আবশ্যকই বলা চলে।
আজকের ব্লগে আমরা যেই বিষয় গুলো নিয়ে আলোচনা করবো সেগুলো প্রথমে এক নজরে দেখে নেয়া যাকঃ
১. কিভাবে windows পিসিতে cmd ওপেন করতে হয় এবং cmd থেকে cd কমান্ডের সাহায্যে ন্যাভিগেট করে যেকোন ড্রাইভের যেকোন ডিরেক্টরিতে যাওয়া। আমরা এই ব্লগে আমাদের প্রজেক্ট ডিরেক্টরি তে যাওয়া দেখাবো।
২. কিভাবে কোন ফোল্ডারে/প্রজেক্টে ডিরেক্টরিতে থাকা অবস্থায় সেই ডিরেক্টরির লোকেশনে সরাসরি cmd ওপেন করা।
৩. কিভাবে Vs Code এর ভেতর থেকে আমাদের কাঙ্ক্ষিত প্রজেক্ট ডিরেক্টরি ওপেন করা যায় এবং Vs Code এর ইন্ট্রিগেটেড ট্রার্মিনাল ওপেন করা যায়।
শুরু করার আগে আমরা কোথায় আমাদের প্রজেক্ট ফোল্ডারটা রেখেছি সেটা দেখে নেয়া যাক নিচের ছবি থেকেঃ
D ড্রাইভের ভেতর portfolio-website নামের ফোল্ডারে আমাদের প্রজেক্টের ফাইলগুলো আছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে cmd এর মাধ্যমে বিভিন্ন উপায়ে ন্যাভিগেট করে এই ফোল্ডারে যাওয়া এবং Vs Code ওপেন করা।
তাহলে শুরু করা যাক............
1. How to open cmd & navigate from drive to drive & open project directory.
প্রথমে টাস্কবারের একদম বাম পাশের কোনায় সার্চ আইকনে ক্লিক করে cmd লিখে সার্চ দিয়ে Command Line Tools টি ওপেন করে নিতে হবে উপরের দেখানো ছবির মত করে।
এরপর উপরের ছবির মত cmd টি ওপেন হয়ে যাবে। বাই ডিফল্ট cmd আপনার পিসির ইউজার ডিরেক্টরিতে ওপেন হবে।
cmd টি C ড্রাইভের ভেতর Users ডিরেক্টরি তে আছে। কিন্তু আমাদের প্রজেক্টটি আছে D ড্রাইভের ভেতর portfolio-website ডিরেক্টরিতে। তাই আমরা C ড্রাইভ থেকে চলে যাবো D ড্রাইভে d: কমান্ডের সাহায্যে উপরের ছবির মত করে।
N.B: এখন আপনি যদি অন্য কোন ড্রাইভে যেতে চান যেমন E ড্রাইভে, তাহলে আপনাকে e: এই কমান্ডটি দিতে হবে।
এখন আমরা D ড্রাইভে আছি, কিন্তু এই ড্রাইভের root ডিরেক্টরিতে আছি আমরা এখন, এখান থেকে আমরা cd কমান্ড ব্যবহার করে উপরের ছবির মত করে cd portfolio-website কমান্ডের মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত প্রজেক্ট ডিরেক্টরিতে চলে যাবো।
বলে রাখা ভালো cd অর্থাৎ Change Directory.
আমরা যদিও আমাদের প্রজেক্ট ডিরেক্টরিতে চলে এসেছি কিন্তু আমরা আমাদের প্রজেক্ট ফাইল এবং ফোল্ডার গুলো দেখতে পাচ্ছিনা, এগুলো দেখার জন্য আমরা dir কমান্ডটি টাইপ করে enter প্রেস করবো এবং কারেন্ট ডিরেক্টরিতে থাকা সবগুলো ফাইল ও ফোল্ডার দেখতে পাবো।
এখন আমরা যদি এই প্রজেক্টিকে Vs Code এ ওপেন করতে চাই তাহলে code . টি লিখে enter প্রেস করলে Vs Code এ এই প্রজেক্টটি ওপেন হয়ে যাবে।
2. How to open cmd directly in the current directory/folder.
এইবার আমরা ডিরেক্টলি আমাদের প্রজেক্ট ডিরেক্টরিতে cmd ওপেন করতে চাই। এক্ষেত্রে প্রথমেই আমাদেরকে চলে যেতে হবে আমাদের প্রজেক্ট ফোল্ডারের ভেতর উপরে দেখানো ছবির মত করে।
এরপর উপরের ছবিতে লাল বক্স করে দেখানো যায়গাতে থাকা ডিরেক্টরি url টা সিলেক্ট করে backspace চেপে ডিলিট করে দিতে হবে।
এরপর উপরের দেখানো ছবির মত করে লাল বক্স করা যায়গায় cmd লিখে enter প্রেস করতে হবে।
তারপর এই ডিরেক্টরিতে উপরে দেখানো ছবির মত করে cmd ওপেন হয়ে যাবে।
এই প্রসেসটি বুঝতে অসুবিধা হলে নিচে দেওয়া ইউটিউব লিংক থেকে ভিডিওটি দেখে নিতে পারেনঃ
3. How to open project from Vs Code & open Vs Code's integrated terminal.
প্রথমে Vs Code ওপেন করে উপরে দেখানো ছবির মত করে Open Folder.. এ ক্লিক করতে হবে।
এরপর উপরে দেখানো ছবির মত করে প্রজেক্ট ডিরেক্টরিতে গিয়ে সিলেক্ট বাটনে ক্লিক করতে হবে।
এরপর উপরে দেখানো ছবির মত করে ওপেন হয়ে যাবে আমাদের প্রজেক্ট।
এরপর উপরে দেখানো ছবির মত করে New Terminal এ ক্লিক করতে হবে।
এরপর নিচের দিকে ওপেন হয়ে যাবে Vs Code এর ইন্ট্রিগেটেড টার্মিনাল।
Clarified a lot of things
ReplyDelete